ছুটিতে বাড়ি ফেরা হলো না আতিকুলের

Looks like you've blocked notifications!

রাজধানীর গুলশান এলাকায় বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গুলশানের নর্দায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম  মো. শহিদুল্লাহ। আতিকুল ভাটারা পূর্ব নয়ানগর হাজি আব্দুর সাত্তার মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিল।

একই মাদ্রাসার শিক্ষার্থী আতিকুলের বড়ভাই আমানউল্লাহ জানান, আজ সকালে ১০-১২ জন শিক্ষার্থী মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। তাদের সঙ্গে আতিকুলও ছিল।  নর্দায় বাসে ওঠার উদ্দেশে মাদ্রাসা থেকে দল বেঁধে রওনা দেয়। নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে আতিকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেকের চিকিৎসক সকাল ১০টার দিকে আতিকুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আতিকুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।