‘ইসি মাহবুবের পদত্যাগ দাবি করেনি আ. লীগ’

Looks like you've blocked notifications!
সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মাহবুব তালুকদারের বিষয়টি নিয়ে কেন এত হৈচৈ হচ্ছে তা আমি জানি না।’ তিনি আরো বলেন, ‘আমরা আওয়ামী লীগ থেকে কোনো পদত্যাগ দাবি করছি না।’

আজ বৃহস্পতিবার সেতুভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

গতকাল বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগের আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাংবিধানিক পদে থেকে নির্বাচন কমিশনের গোপনীয় বিষয় প্রকাশ্যে বলায় তিনি খুব অন্যায় করেছেন বলে মন্তব্য করেন নাসিম। রাজধানীর ধানমণ্ডিতে ১৪ দলের সভা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মাহবুব তালুকদারের বিষয়টি নিয়ে কেন এত হৈচৈ হচ্ছে, তা আমি জানি না। একজন একটা প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তাঁর পদত্যাগ দাবি করতে হবে, আমি মনে করি না এর পেছনে কোনো যৌক্তিকতা আছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘উনি স্বেচ্ছায় পদত্যাগ করলে সেটা তাঁর ব্যাপার। আমরা আওয়ামী লীগ থেকে কোনো পদত্যাগ দাবি করছি না।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। স্বাভাবিক কারণে ভারত চাইবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকুক।’