ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী বললেন

গণতন্ত্র অব্যাহত থাকুক জাতীয় ঐক্যফ্রন্ট তা চায় না

Looks like you've blocked notifications!
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক জাতীয় ঐক্যফ্রন্ট তা চায় না। তারা ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই তাদের ষড়যন্ত্র থেকে জনগণকে হুঁশিয়ার থাকতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

এদিকে আইনমন্ত্রী আজ আখাউড়ায় দিনভর ব্যস্ত সময় কাটান। প্রথমে তিনি আখাউড়া পৌর এলাকার শ্রী শ্রী রাধমাধব আখড়ায় দুর্গাপূজা পরিদর্শনে যান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা উপলক্ষে আইনমন্ত্রী আনিসুল হক ২১টি মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন।