‘আর পাঁচটা মিনিট দিন, এক নজর দেখব’

Looks like you've blocked notifications!
আইয়ুব বাচ্চুকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড়। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

কথা ছিল, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আইয়ুব বাচ্চুর মরদেহ। সময় ঘনিয়ে আসতেই মাইকে ঘোষণা করা হয়, এবার তাঁকে নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানেই অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।

কিন্তু তখনো যে বহু মানুষ অপেক্ষায়। ভালোবাসার ‘এ বি’কে শেষবারের মতো একনজর দেখার আকুতি। মাইকে ঘোষণা আসতেই চিৎকার। দুই হাত তুলে অসংখ্য মানুষ চিৎকার করছে, ‘আর পাঁচটা মিনিট দিন, প্লিজ। এক নজর দেখতে চাই আমরা।’

কিন্তু জানাজার তো সময় আছে। আর সেটা হবে জুমার নামাজের পর। মাইক থেকে বলা হলো, ‘আপনারা চলে যান জাতীয় ঈদগাহে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।’

ঠিক ১২টা ৪০ মিনিটের দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ঈদগাহের দিকে। হাজারো মানুষ অংশ নেয় সেই যাত্রায়।

স্কয়ার হাসপাতাল থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে গাড়িটা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে, তখন ঠিক সকাল সাড়ে ১০টা। ভিড় আগে থেকেই ছিল। আইয়ুব বাচ্চু পৌঁছার খবরে ভিড় বেড়ে যায় আরো বেশি।

শুধু ব্যক্তিবিশেষ নয়, বিভিন্ন সংগঠন একে একে ভিড় জমাতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

গতকাল বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয় আইয়ুব বাচ্চুকে। সেখানে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।