রাজবাড়ীতে ট্রেন-নছিমন সংঘর্ষে তিনজন নিহত

Looks like you've blocked notifications!
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর রেলক্রসিংয়ে আজ শুক্রবার দুপুরে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত নছিমন। ছবি : এনটিভি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর রেলক্রসিংয়ে আজ শুক্রবার দুপুরে ট্রেনের সঙ্গে নছিমনের সংঘর্ষ হয়েছে। এতে নছিমনের তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন নছিমনের চালক ইমান সরদার (২২), যাত্রী  সরোয়ার সেখ (২০) ও শাকিব সেখ (২২)। তাঁরা সবাই স্থানীয় রাজ্জাক জুট মিলের শ্রমিক।

সংঘর্ষের পর নছিমনটি দুমড়েমুচড়ে গিয়ে রেললাইনের পাশে উল্টে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা  জানান, দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাপুর রেলক্রসিংয়ে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী শার্টল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী নছিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১১ জন আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।