‘আমার কথা তো কেউ শুনছস না’

Looks like you've blocked notifications!
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে আসা নেতাকর্মীদের হাতে পোস্টার। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

‘আমার কথা তো কেউ শুনছস না। খালি পোস্টার দেখি। পোস্টার তো দেখেছি আমি। পোস্টার দেখে নমিনেশন পাওয়া যাবে- এমন তো নয়।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে হট্টগোল আর পোস্টারের ছড়াছড়ি দেখে এইচ এম এরশাদ বিরক্ত হয়ে এসব কথা বলেন। জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

মহাসমাবেশে বক্তব্যের এক পর্যায়ে এইচ এম এরশাদ বলে উঠেন, ‘অনেক কথা বলার ছিল কিন্তু কেউ কারো কথা শোনে না। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জোটগতভাবে নির্বাচন করব। সবাই রাজি তো তোমরা?’

এ কথা বলার পরও পোস্টার তুলে ধরে রাখেন মহাসমাবেশে আসা নেতাকর্মীরা। পোস্টার নামাতে না দেখে তিনি আবারও বলে উঠেন, ‘এত করে বললাম পোস্টার নামিয়ে ফেল। মুখ তো চেনা আমার। কেউ কারো কথা শুনছে না। দরকার নাই, আমাদের কাজ হয়ে গেছে। দেশবাসীর কাছে আমার আবেদন, জাতীয় পার্টির জন্য দোয়া করবেন।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘আমার মনটা আজ কানায় কানায় পূর্ণ। তোমরা সমাবেশ থেকে ঘরে ফিরে গিয়ে আমাকে যোগ্য প্রার্থী দেবে। আগামীতে জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে।’