তাদের মুখে নির্বাচনের কথা শোভা পায় না : ইনু

Looks like you've blocked notifications!
আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মওদুদ সাহেব, কামাল হোসেনদের মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা শোভা পায় না।’

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন হাসানুল হক ইনু। এ সময় ‘নিরপেক্ষ নির্বাচন হলে বর্তমান সরকারের একজন মন্ত্রীও জয়লাভ করতে পারবে না’- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের  এমন মন্তব্যের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে। সাংবাদিকরা এ প্রসঙ্গের অবতারণা করলে জাসদের একাংশের সভাপতি বলেন, ‘তাঁরা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছে বাংলাদেশে। কোনোদিন কোনো রাজনীতিবিদ এতো জঘন্য অপরাধীদের পক্ষ কেউ সাহস করে নিতে পারেনি। এমনকি বিএনপির নেতারাও খালেদা জিয়ার যখন সাজা হয়েছে, সাজা মাথায় পেতে নিছে এবং আদালতে আপিল করেছে। সেই খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি বিএনপিও কিন্তু করেনি; কামাল হোসেন সাহেবরা করলেন।’

‘সুতরাং, জঘন্য অপরাধী, এতিমের টাকা আত্মসাৎকারী, দুর্নীতিবাজ খালেদা জিয়া, আর হত্যা-খুনের নাটের গুরু খালেদা জিয়া এবং তারেককে কারাগার থেকে মুক্তি যদি এক নম্বর শর্ত হয়, বাংলাদেশে সেই শর্ত পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্ত্রী আরো বলেন, ‘অপরাধীদের বের করার চক্রান্ত, অস্বাভাবিক সরকার তৈরির চক্রান্ত, নির্বাচন বানচালের চক্রান্ত, নাশকতা, অন্তর্ঘাতের পায়তারা এ সবকিছু বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসুন, নির্বাচনে মন্ত্রীরা জিতবে নাকি মওদুদ সাহেবরা জিতবে সেটা নির্বাচনের মাঠেই প্রমাণ হবে।’

কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফসহ দলীয় ও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।