‘তিন মাসে দেড় হাজার শিশু নির্যাতনের শিকার’
দেশে গত তিন মাসে বিভিন্ন কারণে দেড় হাজার শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে অপহরণ, যৌন নির্যাতন, ধর্ষণ, খুন ও বাল্যবিবাহের মতো ঘটনা।
আজ বুধবার ময়মনসিংহে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা এবং অ্যাডভোকেসি-বিষয়ক গণমাধ্যমের সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে এ তথ্য তুলে ধরা হয়।
কর্মশালায় ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও শেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, টাইম ম্যাগাজিনের বাংলাদেশ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদ হোসেন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীন উল হাকিম, সাংবাদিক আতাউল করিম খোকন, ওয়ার্ল্ড ভিশনের আঞ্চলিক কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন, চন্দন জেড গোমেজ, এম এ বারেক, টিমথি উজ্জ্বল কান্তি সরকার প্রমুখ।