আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ১৪টির মধ্যে পাঁচটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ১৪টির মধ্যে পাঁচটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে  জাতীয় গ্রিডে এক হাজার ১৪৬ মেগাওয়াট বিদ্যুৎ হ্রাস পেয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে বন্ধ হওয়া ১৪টি ইউনিটের মধ্যে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা করে নয়টি ইউনিট চালু করতে পারলেও এখনো বন্ধ রয়েছে পাঁচটি ইউনিট। এতে তাৎক্ষণিকভাবে কারখানার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে তাপবিদ্যুৎকেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে বিদ্যুৎকেন্দ্রের নয়টি ইউনিট চালু করতে পারলেও এখনো বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন  ইউনিট-৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রিসিশন।

বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করে বন্ধ হওয়া ইউনিটগুলো চালু করার চেষ্টা করছেন। যেকোনো সময়ের মধ্যেই বন্ধ হওয়া পাঁচটি ইউনিট চালু হয়ে যাবে।

প্রধান প্রকৌশলী আরো জানান, চাহিদা কম থাকায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ থাকলেও বিদ্যুতের কোনো ঘাটতি হবে না।