জাগপার সভাপতি রেহানা প্রধান আর নেই

Looks like you've blocked notifications!
জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান আজ সোমবার সকালে মারা গেছেন। ছবি : এনটিভি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কেয়া হাসপাতালে রেহানা প্রধান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লুৎফর রহমান বলেন, রেহানা প্রধান দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিণী রেহানা প্রধান ১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে রাজনীতিতে ছিলেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ও ত্যাগ রয়েছে।

রেহানা প্রধান দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের ইন্তেকালের পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে রেহানা প্রধানকে জাগপার সভাপতি নির্বাচিত করা হয়।