ইয়াবা কিনতে গিয়ে শিক্ষার্থী আটক, দুজনকে জেল-জরিমানা

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের বগাদিয়া থেকে ইয়াবাসহ আটক এজাজ সালমান ও মো. অভি। ছবি : এনটিভি

কিশোরগঞ্জ শহরতলীতে ইয়াবাসহ এক শিক্ষার্থী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাতে শহরতলীর বগাদিয়া এলাকা থেকে শিক্ষার্থী এজাজ সালমান (১৯) ও মাদক ব্যবসায়ী মো. অভিকে (২২) আটক করা হয়।

আটকের পর কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এজাজ ও অভি উভয়কেই দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী এক অভিযানে বগাদিয়া এলাকা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ অভি ও এজাজকে আটক করা হয়। শিক্ষার্থী এজাজ সে সময় অভির বাসায় ইয়াবা কিনতে গিয়েছিলেন। ভ্রাম্যমাণ আদালত ইয়াবাসহ হাতেনাতে দুজনকে আটক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, এজাজ কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আর অভি একজন শ্রমিক। এজাজ শহরের হয়বতনগর ও অভি বগাদিয়ার বাসিন্দা। আগের হওয়া মাদকবিরোধী একটি নিয়মিত মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে অভি সম্প্রতি আবার ইয়াবা বিক্রির ব্যবসায় লিপ্ত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।