ঝালকাঠিতে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
স্ত্রী হত্যার দায়ে আজ বুধবার আবদুল জব্বার হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। ছবি : এনটিভি

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে আবদুল জব্বার হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল জব্বার হাওলাদার এ সময়  আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০১৬ সালের ১৯ জুলাই রাতে কাঁঠালিয়ার দক্ষিণ কৈখালী গ্রামে স্ত্রী তাছলিমা বেগমকে গলাটিপে হত্যা করেন স্বামী আবদুল জব্বার হাওলাদার। ওই ঘটনায় পরের দিন নিহতের ছোটো বোন ছালমা আক্তার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা করেন।

পরে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর তদন্ত শেষে পুলিশ আব্দুল জব্বারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অবশেষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল ও আসামি পক্ষে অ্যাডভোকেট নূরুল ইসলাম এ মামলা পরিচালনা করেন।