ছুরিকাঘাতে স্কুলপড়ুয়া ছাত্রলীগকর্মী খুন

Looks like you've blocked notifications!
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদের লাশ। ছবি : এনটিভি

সিলেট নগরীর উপশহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্কুলপড়ুয়া এক ছাত্রলীগকর্মী খুন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি তিব্বিয়া কলেজের সামনে ওই ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগকর্মীর নাম হোসাইন আল জাহিদ। সে সীমান্তিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। জাহিদ উপশহরের তেররতনের ২৬ নং বাসার আবুল কালামের ছেলে।

জানা যায়, ছাত্রলীগের দুটি পক্ষের ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের কারণে জাহিদের ওপর হামলা হয়। আজ বিকেলে তিব্বিয়া কলেজের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল জাহিদ। এ সময় দুর্বৃত্তরা জাহিদকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। এ সময় জাহিদের সঙ্গে থাকা তিন-চারজনকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

রক্তাক্ত অবস্থায় জাহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ সেলিম জানান, জাহিদ ছাত্রলীগের কর্মী ছিল। তিনি আরো জানান, বন্ধুবান্ধবের মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মারা যায় জাহিদ।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। একইসঙ্গে খুনের মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।’