বিএনপি-জামায়াতের ২২ সমর্থক আটক, ‘ককটেল উদ্ধার’

Looks like you've blocked notifications!
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২২ বিএনপি-জামায়াত সমর্থককে আটক করেছে। ছবি : এনটিভি

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ২২ বিএনপি-জামায়াত সমর্থককে আটক করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ সময় ১৭টি ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ উপজেলার কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক দেখানো হয়।

আজ শনিবার সকালে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার দাবি করেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য কল্যাণপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। গোপনে এ খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

‘এ সময় সেখান থেকে বিএনপি-জামায়াতের ২২ জনকে আটক করা  হয়। উদ্ধার করা হয় ১৭টি ককটেল বোমা, তিনটি ছুরি ও সাতটি লাঠি।’

ওসি আরো জানান, এ ঘটনায় গাংনী থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে আটককৃতদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।