পুরোনো বিমানবন্দর বন্ধের পরিকল্পনা নেই : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শনিবার তেজগাঁও বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

পুরোনো বিমানবন্দর বন্ধ করার সম্ভাবনা নাকচ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি বিমান বাহিনীর এবং এটি অবশ্যই তাদের অধীনে থাকবে।

আজ শনিবার তেজগাঁও বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন। তিনি আরো বলেন, ‘এই বিমানবন্দর কখনো বন্ধ করা হবে না, এটি বিমানবাহিনীর অংশ এবং এটি তাদেরই থাকবে।’

কিন্তু অন্যরা যাতে এই বিমানবন্দরটি দখল করতে না পারে সে বিষয়ে বিমানবাহিনীকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।

বিমানবাহিনীর সদস্যদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলে, তিনি যত দিন পর্যন্ত ক্ষমতায় রয়েছেন তত দিন কেউ বিমানবাহিনীকে থেকে এ বিমানবন্দর নিতে পারবে না।

‘আমি আপনাদের সতর্ক করে বলতে চাই যে, অনেক মানুষের এই বিমানবন্দরের ওপর দৃষ্টি রয়েছে, বিমানবাহিনীর এটি ব্যবহার করা উচিত যাতে এটি কোনোভাবে অন্যদের দ্বারা দখল না হয়,’ যোগ করেন তিনি।

দেশের প্রথম বিমানবন্দরের পাশে উচ্চ ভবন নির্মাণের চিন্তাভাবনা বন্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।