জনমত উপেক্ষা করে ইভিএম মেলা হচ্ছে : রিজভী

Looks like you've blocked notifications!
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

দেশের প্রতিটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা না গেলেও এবার কয়েকটি অঞ্চলে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ শনিবার দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রিজভী বলেন, ‘জনগণের সব মতামতকে উপেক্ষা করে ভোট কারচুপির জন্য সরকারি হুকুমে ইভিএম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার হবে। এ জন্যে দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে ইসি। বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বিতর্কিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখ্যান করছে। ইভিএম মেলাতে বিএনপি বা এর  অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না।’

এদিকে, আজ খুলনায় ইভিএমের প্রদর্শনী অনুষ্ঠানে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, ‘এই ইভিএম পদ্ধতি পৃথিবীর বহু দেশে আছে। বহু দেশে এই নিয়ে বিতর্ক হইছে এবং আমাদের দেশে এটা চালু হবে। আপনাদের সবার সহযোগিতায় সার্থক হবে।’ তিনি আরো বলেন, ‘রাজশাহীতে নির্বাচনে ক্রুটি হওয়ার পরে আর ইভিএমের ব্যবহার হয়নি। আমরা যখন কাগজে-কলমে ভোট দেই, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট দেই, তখন কি এ রকম বিশৃঙ্খল ব্যবস্থা হয় না? তার কারণে নির্বাচন কোথাও কোথাও বন্ধ করার দরকার হয় না? আবার পুনরায় ভোট চালু করার দরকার হয় না? হয়।  আমি অনুরোধ করব, যারা এখনো ইভিএমের ব্যাপারে বিরোধিতা করেন, তাঁরা আসুন। দয়া করে দেখুন। ভালোভাবে বুঝুন। তারপর যদি আপনাদের বক্তব্য থাকে, প্রশ্ন থাকে তাহলে সেগুলো আমরা গ্রহণ করব। ইভিএম ভোটারদের ওপর জোর করে চাপিয়ে দিতে চাই না।’