বাউফলে দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫
পটুয়াখালীর বাউফল উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায়ের তাঁতেরকাঠি গ্রামের ছয় হিস্যা চৌরাস্তা বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছয় হিস্যা চৌরাস্তা বাজারের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ সমর্থক কালাম ও সালামের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আবদুর রাজ্জাক নামের একজন গুলিবিদ্ধ হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছয় হিস্যা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও এখনো উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম আসাদুজ্জামান জানান, সংঘর্ষে গুলিবিনিময়ের কোনো ঘটনা ঘটেনি। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম নামের একজনকে আটক করা হয়েছে।