‘পরকীয়ার সালিশ নিয়ে’ দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত!

Looks like you've blocked notifications!
মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে পরকীয়ার ঘটনায় সালিশের জের ধরে শনিবার দুইপক্ষের সংঘর্ষে আলম মোল্ল্যা নিহত হন। ছবি : এনটিভি

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে পরকীয়ার ঘটনায় সালিশের জের ধরে শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে আলম মোল্ল্যা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

এতে আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলম মোল্ল্যা আমুড়িয়া উত্তরপাড়া গ্রামের তোজাব মোল্ল্যার ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক বলেন, ‘আমুড়িয়া গ্রামের টিপু সিকদার ও সোহেল মোল্ল্যা পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ববিরোধ চলে আসছে। দুই-তিনদিন আগে টিপু শিকদার পক্ষের মিজান ও সোহেল মোল্ল্যা পক্ষের শাবানা নামের দুইজনের পরকীয়া নিয়ে সালিশ বসলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়, পুলিশ ঘটনাস্থলে থাকায় তাদেরকে নিবৃত্ত করা সম্ভব হয়।’

তারিক দাবি করেন, ‘আজ শনিবার সকাল ৭ টার দিকে ওই পরকীয়ার সালিশের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ হলে টিপু পক্ষের আলম মোল্ল্যা গুরুতর আহন হন। আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একইপক্ষের জাফর, শিকিম, মফিজসহ উভয় পক্ষের আরো সাত-আটজন আহত হয়েছেন।’

এতে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ববিরোধ চলে আসছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।