দেশের মানুষ কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের দেশের মানুষ এখন আর কোনো বিশৃঙ্খলা দেখতে চায় না। আমাদের দেশের মানুষ কোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্বাচনকে ঘিরে কেউ সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড় দেবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এ সমস্ত কিছুর অবতারণা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তাদের বিচারের কাছাকাছি নিয়ে যাবে ঠিক তেমনি ভাবে আমাদের দেশের মানুষও তাদের ঘৃণা ভরে আগেও প্রত্যাহার করেছে ভবিষ্যতেও করবে।’

নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপি নেতাদের যে দাবি, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া শ্রমিক ধর্মঘটের সময় অনেক যানবাহন চালকের মুখে ও শিক্ষার্থীদের যারা কালি মেখে দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।