ছিনতাইয়ের টাকা নিয়ে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!

ছিনতাইয়ের টাকা ভাগাভাগি করার সময় আবদুল লতিফকে হত্যার দায়ে দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ জানান, দুই ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি আরো চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মোয়াজ্জেম হোসেন ও বাবু ওরফে কানা বাবু।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—আকির হোসেন, মনির হোসেন, আমির হোসেন ও আবদুল আজি ওরফে আজি। এর মধ্যে প্রথম তিনজন পলাতক। এ ছাড়া আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি  প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

নথি থেকে জানা যায়, ভিকটিম লতিফের কাছে ছিনতাইয়ের ৭০ হাজার টাকা ছিল। ওই টাকা নিয়ে আসামিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে মতিঝিল থানাধীন শাহজাহানপুর এলাকায় আসামি ফেরদৌসের নির্দেশে অন্য আসামিরা লতিফকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে। হত্যার পরে লতিফের মরদেহ ছাদে ফেলে রাখে আসামিরা। এলাকাবাসীর দেখানো মতে, মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওই ঘটনায় ২০০৫ সালের ২৩ মার্চ মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি মতিঝিল থানার উপপরিদর্শক সাহাব উদ্দিন ছয় আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।