শার্শা জামায়াতের আমিরসহ ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
যশোরের শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানের বাড়ি থেকে উদ্ধার হওয়া বই ও ককটেল। ছবি : এনটিভি

নাশকতার অভিযোগে যশোরের শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে মাওলানা হাবিবুর রহমানের বাড়ি থেকে ওই নেতাকর্মীদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০টি হাতবোমা ও বিপুল বই জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, জামায়াত ও বিএনপির লোকজন নাশকতার উদ্দেশে হাবিবুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছে-এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় বিএনপি ও জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ১০টি হাতবোমা, বিপুল জিহাদি বই ও লাঠি জব্দ করা হয় বলেও জানান ওসি।

ওই ঘটনায় আজ বুধবার উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করেন। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।