কাদের সিদ্দিকীর নীতিগত সমর্থন পেয়েছি : ড. কামাল

Looks like you've blocked notifications!
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতীয় ঐক্যফ্রন্টের অাহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন তিনি এ কথা জানিয়েছেন।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির বাসভবনে নৈশভোজ শেষে এ কথা জানান ড. কামাল।

ড. কামাল হোসেন বলেন, আমরা সরকারকে সংলাপের প্রস্তাব দিয়ে ছিলাম। আমরা যাচ্ছি সংলাপে। সবাই মিলে চেষ্টা করবো অর্থপূর্ণ আলোচনা করতে, যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে অগ্রগতি লাভ করতে পারি।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছিল প্রয়োজন মেটানোর জন্য। ৫ বছর কেটে গেছে এখন তো আর সময় নেই। আমরা যদি সময় মতো নির্বাচন করতে না পারি তাহলে শূন্যতা সৃষ্টি হবে।

জাতীয় ঐক্যফ্রন্টকে কাদের সিদ্দিকীর সমর্থন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, উনার কাছ থেকে নীতিগত সমর্থন পেয়েছি।

এর আগে কাদের সিদ্দিকী বলেন, আমরা দেশে একটি অর্থবহ পরিবর্তন চাই। ড. কামাল হোসেনরা যে যাত্রা শুরু করেছেন, তাতে আমরা চিন্তা করছি আমাদের কী করণীয়। ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আমরা একটি আলোচনা সভা করব। সেখানে ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহসহ অনেকেই থাকবেন। সভায় আমরা দলের মতামত ব্যক্ত করব।

নৈশভোজে অংশ নেন ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।