ভোলায় বাণিজ্যমন্ত্রী, বন উপমন্ত্রীর ঈদের নামাজ আদায়
ভোলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টায় ভোলার ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার গণমান্য ব্যক্তিরা অংশ নেন। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় ভোলার ফাতেমা খানম জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ ছাড়া চরফ্যাশনে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী শাওন নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন।