২৪ ঘণ্টার জন্য বন্ধ সিএনজি স্টেশন

Looks like you've blocked notifications!

গ্যাস উৎপাদন ও সরবরাহ পদ্ধতির জরুরি রক্ষণাবেক্ষণের জন্য দেশের সব সিএনজি স্টেশন গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রয়েছে।

ফলে শুক্রবার সন্ধ্যা থেকেই যানবাহনগুলো গ্যাস সংগ্রহের জন্য রাজধানীর বিভিন্ন স্টেশনে ভিড় জমায়। ঈদের ছুটির মধ্যেও স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়।

গত ২২ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিএনজি স্টেশন বন্ধ রাখার এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস উৎপাদন ও সরবরাহ পদ্ধতির জরুরি রক্ষণাবেক্ষণের জন্য দেশের সব সিএনজি স্টেশনে ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরের দিন শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।