বিএনপি নেতা রিজভী আবার রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আবার তিনদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মারুফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহার সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রিজভীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য একটি মামলায় দুইদিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়।
রিজভীর আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন আবেদন করলে তা বাতিল করে দেন মহানগর হাকিম।
গত ১৭ জানুয়ারি মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার এসআই নুরুল হোসেন এ ব্যাপারে একটি মামলা করেন। আজ রিজভীকে ওই মামলার আসামি হিসেবে দেখানো হয়।
গত ৩১ জানুয়ারি রিজভীকে বারিধারার তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব।