ময়মনসিংহে জেএসসির ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
জেএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম। বাকি তিনজনের নাম জানা যায়নি। ছবি : এনটিভি

ময়মনসিংহে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ  চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪-এর একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. শফিকুল ইসলাম (২৩)। বাকি তিনজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের নাম জানায়নি র‍্যাব। এ ছাড়া তাদের গণমাধ্যমের সামনেও আনা হয়নি।

আজ রোববার সকাল ৭টার দিকে শেরপুর জেলার কামারের চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম বাবু।

সম্মেলনে হাফিজুল ইসলাম বাবু জানান, গ্রেপ্তারের পর ভুয়া প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। প্রায় দেড় বছর ধরে তারা এ প্রতারণা করে আসছিল বলেও জানায়।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৩ এবং ৩৫ ধারা মোতাবেক শেরপুর জেলার সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।