তফসিল পরিবর্তনেরও সুযোগ আছে: মওদুদ

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন নির্বাচনী তফসিল ঘোষণাই শেষ কথা নয়, তফসিল পরিবর্তনেরও সুযোগ আছে।

আজ রোববার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

সরকারের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য কী থাকবে তা ঠিক করতে রোববার সন্ধ্যায় মতিঝিলে ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে বৈঠকে বসে ঐক্যফ্রন্টের নেতারা। সাংবিধানিক কাঠামোর মধ্যেই কীভাবে সুষ্ঠু ও অংশগ্রহণমুলক নির্বাচন করা যায় সে বিষয়ে পরামর্শ নিতে বৈঠকে ডাকা হয় সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক ও ড. আসিফ নজরুলকে।

তফসিল প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, ‘তফসিল ঘোষণাটা তো কখনোই আমাদের ইতিহাসে এবং অন্য দেশেও ফাইনাল কিছু না। এটা সব সময় পরিবর্তন করা যায়।’

মওদুদ আরো বলেন, ‘আর দিলেও যে তফসিল আবার নতুন করে দেওয়া যাবে না এমন তো কোনো কথা নেই।’