পাবনা-২ আসনে নৌকা চান মির্জা জলিল
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, কৃষক লীগের সাবেক সভাপতি ড. মির্জা আবদুল জলিল। এ জন্য তিনি দিন-রাত এলাকায় গণসংযোগ করছেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা জানান, সাবেক সচিব ড. মির্জা আবদুল জলিল পাবনার বেড়া এলাকার সন্তান। তিনি সরকারের উচ্চপদে থেকে বিভিন্ন সময় এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক পরিবারে তাঁর বড় ভাই মির্জা আবদুল আওয়াল ও মির্জা আবদুল হালিম এ এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন।
মির্জা আবদুল হালিম একসময় প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালে তিনি পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হন।
দলের নেতাকর্মীরা বলেন, ‘ড. জলিল এমপি-মন্ত্রী না হলেও সব সময় আমাদের সুখে-দুঃখে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আছেন। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা-২ আসনে বিজয় সম্ভব।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সজীব হোসেন সবুজ বলেন, ‘ড. জলিল আপাদমস্তক একজন রাজনীতিবিদ এবং মানবসেবক। তাঁর পরিবার বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের অনুসারী পরিবার। তা ছাড়া জলিল সাহেবের জনপ্রিয়তা রয়েছে। আশা করি, প্রধানমন্ত্রী এবার তাঁকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবেন।’
অন্যদিকে বর্তমান প্রেক্ষাপটে ড. জলিলের মতো লোক সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন সুজানগর উপজেলা আওয়ামী লীগ নেতা বারেক এফ রহমান।
প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান, কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জলিল পাবনা-২ আসনের বিভিন্ন ইউনিয়নে, পৌর এলাকায়, গ্রামে এবং ওয়ার্ডে সরকারের উন্নয়ন ও সাফল্যের প্রচারে লিফলেট বিতরণ, পথসভা এবং মোটর শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন। তিনি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন।
ড. মির্জা আবদুল জলিল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য রাজনীতি করি। দলের ক্রান্তিকালে শেখ হাসিনা যেভাবে শক্ত হাতে দল ঠিক রেখেছেন, সে জন্য তাঁর মতো নেতার বারবার ক্ষমতায় থাকা দরকার। শেখ হাসিনা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।’