বিদেশি এনজিওর স্টিকার লাগানো গাড়িতে লক্ষাধিক ইয়াবা

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফে ডেনমার্কভিত্তিক এনজিও সংস্থা ডিসিএর স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় ওই গাড়ির চালক মীর কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে ডেনমার্কভিত্তিক এনজিওসংস্থা ডিএসএর (ডেন চার্চ এইড-অ্যাক্টালাইয়েন্স) স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে লক্ষাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরভার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই গাড়ির চালক মীর কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। আটক কাশেম মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান জানান, বিদেশি এনজিও সংস্থা ডিসিএর স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফ পৌরসভার কলেজপাড়ায় র‌্যাবের একটি দল অভিযান চালায়।

এ সময় সন্দেহ হলে ওই মাইক্রোবাসটিতে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। গাড়িটির সিটের নিচে কৌশলে লুকিয়ে রাখা ছিল এক লাখ ১৫ হাজার ইয়াবা। ওই সময় ইয়াবাগুলো উদ্ধার করে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।