ফেসবুকে হজ নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ২
ফেসবুকে পবিত্র হজ সম্পর্কে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক এনজিও পরিচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মোহন কুমার মন্ডল (৪০) ও শওকত গাজী (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার বেসরকারি সংস্থা ‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল সৌদি আরবে হাজিদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। শুক্রবার সন্ধ্যায় সেটি সাধারণ লোকজনের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিকতভাবে স্থানীয় থানাকে জানানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, মোহন কুমারের ফেসবুকের স্ট্যাটাসটি তিনি দেখেছেন। এ ঘটনায় শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর কবীর বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহন ও শওকতের বিরুদ্ধে গতকাল থানায় একটি মামলা করেছেন।