বাগেরহাটে নসিমনকে বাসের ধাক্কা, একে একে ৪ মৃত্যু

Looks like you've blocked notifications!

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বাসের ধাক্কায় চার নসিমন যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় ঢাকা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. রুবেল শেখ (৩০), জাহাঙ্গীর (৩০), রানা (২২) ও মঞ্জুর (৬৫)। তাঁরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দা গ্রামে। 

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, গতকাল বরিশাল থেকে ছেড়ে আসা আল্লাহ মহান পরিবহনের একটি বাস মোল্লাহাটে পৌঁছায়। ওই সময় রাস্তা পার হচ্ছিল নির্মাণ শ্রমিকবাহী একটি নসিমন। বাসটি নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেল শেখ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই জাহাঙ্গীর ও রানা মারা যান। এরপরে আজ শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর নামের আরো এক শ্রমিক মারা যান।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী কামালকে ঢাকায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুল গফুর।