মির্জা আব্বাসের মামলা বাতিলের আবেদন খারিজ

Looks like you've blocked notifications!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘এ আদেশের ফলে মামলার বিচারিক কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘গত ২২ অক্টোবর শুনানির সময় আদালতে মির্জা আব্বাসের পক্ষে কেউ না থাকায় আদালত সেই দিন আবেদনটি সরাসরি খারিজ করে দেন। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশটি রিকল করা হয়।’

গত বৃহস্পতিবার মির্জা আব্বাসের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আবেদনটির ওপর শুনানি করলে আজ তা আদেশের জন্য রেখেছিলেন আদালত।
পাঁচ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ বিচারাধীন।