‘তফসিল পেছানো ইসির এখতিয়ার’

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের তফসিল পেছানোর এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি করেছে ঐক্যফ্রন্ট।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের শিডিউল পেছাবে কি পেছাবে না, এটা ইলেকশন কমিশন ঠিক করবে। ঐকমত্যের ভিত্তিতে এটা হতে পারে।’

নির্বাচন কমিশন পেছানোর সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে কি না জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘ইসি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করলে আমরা বলতে পারব। আজ আমাদের বোর্ড মিটিং রয়েছে, সেখানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব।’

এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট পৃথক দুটি সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানায়।