‘নির্বাচনের পরিবেশ না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব’

Looks like you've blocked notifications!
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই; বরং আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার চলছেই। আমরা বারবার দাবি জানিয়েছি এগুলো বন্ধ না হলে, নির্বাচনের পরিবেশ না হলে আমরা আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পুনর্বিবেচনা করব।’

আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এখন নির্বাচনে অংশগ্রহণের মোটেও কোনো পরিবেশ নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি, এই নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনেরই অংশ। এর মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের জন্য ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং খালেদা জিয়াকে মুক্ত করতেই আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফেনী-১ আসনের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ করার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এই মনোনয়ন ফরম বিক্রি চলবে ১৩ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।