নির্বাচন এক মাস না পেছালে কাল কর্মসূচি

Looks like you've blocked notifications!
গত ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় ভাষণ দেন জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব। ছবি : এনটিভি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ঘোষণা করার মধ্যে সরকারি ‘ষড়যন্ত্র’ দেখছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ভোট পেছানো নিয়ে কথা বলেন জেএসডির সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই নির্বাচন বানচালের জন্য ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর করেছে।

আ স ম আবদুর রব বলেন, ৩০ ডিসেম্বরের একদিন পরেই ইংরেজি নববর্ষ। বাইরের দেশগুলো নববর্ষে উৎসব করে। এসব ফেলে কোনো দেশের কূটনীতিক এমনকি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে চাইবেন না। সরকারের ইশারায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশন এই তারিখ দিয়েছে। তারা চায় না, এ দেশে কোনো নির্বাচন হোক।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি। নির্বাচন এক মাস পেছাতে হবে। এই দাবি মানা না হলে কাল (মঙ্গলবার) বৈঠক করে কর্মসূচি ঘোষণা করা হবে।’

জেএসডির সভাপতি বলেন, সরকার সত্যিকার অর্থে নির্বাচন চাইলে আলোচনা করে আবারও পুনঃতফসিল করা সম্ভব।