প্রয়াত পিন্টুর আসনে লড়তে চান ছোটভাই মনির

Looks like you've blocked notifications!
বিএনপির প্রয়াত সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টু (বাঁয়ে) ও তাঁর ছোটভাই আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনির। ছবি : সংগৃহীত

বিএনপির প্রয়াত সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ঢাকা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান তাঁর ছোট ভাই আলহাজ রিয়াজ উদ্দিন আহমেদ মনির।

আজ সোমবার বিকেল ৩টার দিকে মনিরের পক্ষে তাঁর মা হোসনে আরা বেগম ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় ২০০১ সালের নির্বাচনে ঢাকা-৭ (লালবাগ-কামরাঙ্গীরচর) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রথমদিনের মতো আজ মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে বিএনপি। প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় ফরম বিক্রি। পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।