ব্রাহ্মণবাড়িয়ায় গুলি ও মাদকসহ দুজন আটক

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা এলাকা থেকে গুলি ও মাদকসহ আটক হওয়া দুই ব্যক্তি। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা এলাকা থেকে পিস্তল ও শটগানের ১২টি গুলি, ৪১ বোতল ফেনসিডিল ও আট বোতল স্কার্ফ সিরাপসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৪২) ও নাজমুল হুদা সেলিম (৪০)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে পশ্চিম মেড্ডা গ্রামের সিলেট-কুমিল্লা মহাসড়ক সংলগ্ন শাহপরাণ ফ্লাওয়ার মিলের দক্ষিণ পাশের বেলাল উদ্দিনের তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালায়। অভিযানের সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে পিস্তলের ছয়টি গুলি, শটগানের ছয়টি গুলি, ৪১ বোতল ফেনসিডিল ও আট বোতল স্কার্ফ সিরাপ এবং মাদকদ্রব্য বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকার বেলাল উদ্দিন ও শিমরাইলকান্দি এলাকার নাজমুল হুদা সেলিমকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।