উন্নয়ন মেলার জন্য প্রস্তুত চট্টগ্রাম

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে আজ রোববার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার চূড়ান্ত প্রস্তুতি তুলে ধরেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ছবি : এনটিভি

সারা দেশের মতো চট্টগ্রামেও আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন এ উন্নয়ন মেলার আয়োজন করেছে।

আজ রোববার সকালে এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকারের নানা উদ্যোগ তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা, অসহায় নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ই-সেবা কর্মসূচি, শিক্ষাসহায়তা প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি। এবারের মেলায় ৪৩টি স্টলে ৩১টি সরকারি প্রতিষ্ঠান তাদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরবে। এরই মধ্যে স্টল নির্মাণসহ আনুষঙ্গিক সব কাজ সম্পন্ন হয়েছে।