শেখ হাসিনা আমার আইডল : জ্যোতিকা জ্যোতি

Looks like you've blocked notifications!
মনোনয়নপত্র সংগ্রহের সময় জ্যোতিকা জ্যোতি। ছবি : সংগৃহীত

রাজনীতিতে আসার কথা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি প্রকাশ করেছিলেন অনেক আগেই। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ ( গৌরীপুর) আসন থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়পত্র কিনে জমাও দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমার এলাকার মানুষদের জন্য অনেক কিছু করতে চাই আমি। রাজনীতিতে আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল।’

প্রিয় রাজনৈতিক নেতা কে জানতে চাইলে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘অনেকেই আছেন। শেখ হাসিনা আমার আইডল। আমি মনে করি, বিশ্বনেতাদের মধ্যে তিনি অন্যতম। আর আমাকে যদি প্রশ্ন করা হয়, তোমার প্রিয় হিরো কে? উত্তরে আমি বলব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর রাজনৈতিক আদর্শে আমি অনুপ্রাণিত।’

এদিকে, নাটকে অভিনয় করা এখন কমিয়ে দিয়েছেন জ্যোতিকা জ্যোতি। চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।  এ ছাড়া তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’ ইত্যাদি।  সম্প্রতি দুটি স্বল্পদৈর্ঘ্য ছবির কাজ শেষে করেছেন জ্যোতি। ছবি দুটির নাম হলো ‘ফার্নিচার’ ও ‘পারি’।