‘নির্বাচন বানচালের জন্যই পুলিশের ওপর হামলা’

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন বানচাল আর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ‘এই ঘটনায় নির্বাচন কমিশন কী ভূমিকা রাখে তা দেখার অপেক্ষায় থাকবে আওয়ামী লীগ।’

আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সভা শেষে দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ আবার প্রমাণ করল তাদের সিনিয়র লিডার মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করেছে। এ দল সন্ত্রাসী দল। এ দল নির্বাচন চায় না। এ দল দেশে নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায়।’ 

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর ওই সাক্ষাৎ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে বিজয় সুনিশ্চিত; তাই যাকেই দলের মনোনয়ন দেওয়া হোক, নৌকার পক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। দলীয় সিদ্ধান্তের বিপক্ষে কেউ অবস্থান নিলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সামনে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।