দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
তোশাখানা জাদুঘর উদ্বোধনের সময় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের সময় যেন দেশে কোনো দরিদ্র মানুষ না থাকে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘর প্রকল্প এলাকায় তোশাখানা জাদুঘর উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি। সুবর্ণ জয়ন্তি যখন আমরা উদযাপন করব আমি চাই না বাংলাদেশে কোনো দরিদ্রতা থাকুক। কাজেই দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলব। সেটাই আমাদের লক্ষ্য।’

দেশ ও দেশের বাইরে সফরে গেলে প্রায়ই নানান মূল্যবান উপহার ও পুরস্কার পান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এসব মূল্যবান উপহার  নিজের কাছে না রেখে সরকারের তত্ত্বাবধানে রাখতে অনুশাসন জারি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন থেকেই বঙ্গভবনের তোশাখানায় এসব মূল্যবান জিনিসপত্র রাখা হতো। কিন্তু সংরক্ষিত এলাকা হওয়ায় বঙ্গভবনের তোশাখানা সবার জন্য উন্মুক্ত নয়। তাই মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘর প্রকল্প এলাকায় তোশাখানা জাদুঘর নির্মাণের পরিকল্পনা করে বর্তমান সরকার।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। আর এ স্বাধীনতাকে অর্থবহ স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে ইনশা আল্লাহ পৌঁছে দিয়ে বাংলার মানুষকে একটা সুন্দর, উন্নত, সমৃদ্ধশালী জীবন আমরা দিতে পারব।’

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘আমরা সবাই জানি যে আমরা লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রির স্ট্যাটাসে আমরা উন্নীত হয়েছি।’ তিনি আরো বলেন, ‘এই যে ডেভেলপিং নেশনের স্ট্যাটাস যেটা পার্মানেন্টলি পেতে যাচ্ছি সেটা প্রাপ্তির লক্ষ্যে সেনাবাহিনী একজন সক্রিয় অংশীদার হিসেবে আপনার সরকার কর্তৃক বা আগামী দিনেও আপনার নির্দেশনায় যেকোনো দায়িত্ব পালনে আমরা স্থায়ী অংশীদার হয়ে থাকতে চাই।’

আগামী বছরের শেষ নাগাদ তোশাখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়  এই অনুষ্ঠানে।