ঢামেকে ৩৩৮ জন নতুন নার্স

Looks like you've blocked notifications!
নতুন নার্সদের স্বাগত জানাতে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সারা দেশে পাঁচ হাজার ৯২ জন নতুন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে ৩৩৮ জন নার্সকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়োগ দেওয়া হয়। এ উপলক্ষে ঢামেকে আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন নার্সদের স্বাগত জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ডা. মিলন অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে তাদের স্বাগত জানানো হয়।

এ সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন নতুন নিয়োগ পাওয়া নার্সদের স্বাগত জানিয়ে বলেন, ‘হাসপাতালে নতুন নার্সদের নিয়োগের কারণে রোগীদের সেবার মান আরো উন্নত হবে।’

এ সময় পরিচালক নতুন নার্সদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখা) সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী বলেন, ‘ঢামেকে আগের নার্সের সংখ্যা ছিল এক হাজার ৯৩৫ জন। নতুন করে আরো যোগ হলো ৩৩৮ জন। এতে রোগীদের সেবার মান আরো উন্নত হবে। নার্সদের কাজই হচ্ছে রোগীদের সেবা করা ও সেবা করেই রোগীকে সুস্থ করে বাড়ি ফেরার পথ দেখানো।’

এ সময় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘রোগীদের সেবার মান আরো উন্নত করার জন্য সারা দেশে পাঁচ হাজার ৯৯২ জন নতুন নার্স নিয়োগ দিয়েছে সরকার। সেখান থেকে ৩৩৮ জনকে ঢামেকে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ঢামেক শাখার) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। তিনি বেশ কয়েকদিন থেকে অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন রয়েছেন।

এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহার ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখা) সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ।