আ. লীগের সঙ্গে জোটে থাকবে বি. চৌধুরীর যুক্তফ্রন্ট

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে।’

আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির পার্লামেন্টারি বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।  

৬৫-৭০টি আসন শরিকদের দেওয়ার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ এগোচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেক্টেবল ক্যান্ডিডেটরা মনোনয়ন পাবে। তাই জোটের আসন কম-বেশি হতে পারে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজ ৩৯টি দলের একটি জোট এসেছে আওয়ামী লীগের সাথে মহাজোটে থাকতে, যার মধ্যে দুটি নিবন্ধিত দল আছে। আর যুক্তফ্রন্ট অবশ্যই জোটে থাকবে।’

 সংসদীয় বোর্ডের দ্বিতীয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এই দুটি সভায় নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কাছে দেশি-বিদেশি পাঁচ থেকে ছয়টি জরিপের রিপোর্ট আছে। এগুলো স্টাডি করা হচ্ছে, মনোনয়নে যেন জনমতের প্রতিফলন পড়ে। বোর্ডের সব সদস্য এগুলো দেখছেন। তবে এখনো আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু হয়নি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।