দীপন হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান এ অভিযোগপত্রটি দাখিল করেন।
ঢাকার অপরাধ,তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হলে বিচারক আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।’
এ ছাড়া আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও )মাহামুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আলোচিত মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহসহ আটজনকে আসামি করা হয়েছে।’
মাহমুদুল জানান, অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ১১ আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। এঁরা হলেন- আরাফাত রহমান, সেলিম ওরফে হাদী, আলম, আকাশ, তৈয়ব, জনি, আসাদ, হাসান, তালহা, শরিফুল ও তারেক।
এদের মধ্যে প্রথম জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় এবং অপর আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন করা হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩১ নভেম্বর আজিজ সুপার মার্কেটের নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি রমনা থানায় হত্যা মামলা করেন।