নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : এনটিভি

নির্বাচন বানচাল করতে বিএনপি অগ্নি সন্ত্রাসসহ নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেলে দলটির ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি দেশবাসীকে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান।

আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড। যেদিকে তাকিয়ে এখন দলের মনোনয়নের আশায় থাকা চার হাজারেরও অধিক নৌকা প্রতীক প্রত্যাশী এবং তাঁদের কর্মী-সমর্থকরা।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী গতকাল বুধবার বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় উল্টো আওয়ামী লীগকে দোষ চাপানোয় সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ বিএনপির অফিসের সামনে গেল কখন আর যাবে কেন? আর চেহারা তো দেখাই যাচ্ছে। ওই চেহারায় একটাও কি তাদের চেহারা আছে? সবই তো বিএনপির গুন্ডা, জামায়াতের গুন্ডা সন্ত্রাসীরা।’

শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালেও আমরা দেখলাম, ২০১৫তেও দেখলাম, গতকালও দেখলাম পুলিশকে মারার ঘটনা। পুলিশকে আমি ধন্যবাদ জানাই, তারা খুব সহনশীলতা দেখিয়েছে।’  তিনি আরো বলেন, ‘আনন্দ উৎসবের মধ্যে এ রকম একটা ঘটনা ঘটানো দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বলব নির্বাচনে আসার সিদ্ধান্ত যখন নিয়েছে, নির্বাচনটা যাতে হয় সেটাই চেষ্টা করুক। অন্তত নির্বাচন বানচালের চক্রান্ত যেন না করে। এ চক্রান্ত তারা ২০১৪ সালে করেছে, সফল হতে পারেনি। আগামীতে পারবে না। কারণ জনগণ আমাদের সাথে আছে।’  

শেখ হাসিনা মনে করেন, শুধু নির্বাচন নয়, দেশের এগিয়ে যাওয়াও নস্যাৎ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে আহ্বান জানাব যেকোনো ধরনের সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দাঁড়াতে হবে। ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এটা তাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার তাদের রক্ষা করতে হবে। এর জন্য আমরা জনগণের পাশে আছি। সব সময় থাকব।’

আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘দুর্নীতিবাজ, খুনি সাজাপ্রাপ্তদের নিয়ে দল করে বিএনপি এখন নিজেদের গঠনতন্ত্রও মানছে না।’