নয়াপল্টনের ঘটনার ‘তদন্ত প্রতিবেদন’ চেয়ে ইসির চিঠি

Looks like you've blocked notifications!

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাংচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয়ের ওপর তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে ‘তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে’ একটি চিঠি আইজিপি বরাবর দেওয়া হয়েছে্। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

কবিতা খানম এনটিভি অনলাইনকে বলেন, ‘নয়া পল্টনের ঘটনার তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং ইসি সচিব সই করেছেন। আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।’

কবিতা খানম আরো বলেন, ‘প্রথমে পুলিশ পুরো বিষয়টির তদন্ত করবে। তারপর কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এরপর কমিশন তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’

এই বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ঘটনায় কমিশন বিব্রত। আজ বিকেলেই এই চিঠি আইজিপির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আসলে জানতে চায় কার দোষ। অতিউৎসাহী হয়ে কোনো পুলিশ কর্মকর্তা এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে নাকি বিএনপির অতি উৎসাহী কর্মীরা ঘটনার সূত্রপাত করেছে বিষয়টি কমিশন জানতে চায়। তদন্ত প্রতিবেদন পেলে কমিশন সিদ্ধান্ত নেবে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া যাবে।’