সাবেক সাংসদ হাবিব ১০ মামলায় জামিনে মুক্ত

Looks like you've blocked notifications!
সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় কারাভোগের পর আজ শুক্রবার জামিনে মুক্ত হয়েছেন। ছবি : এনটিভি

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় কারাভোগের পর আজ জামিনে মুক্ত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে হাবিব মুক্তি লাভ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৯৯৬-এর ষষ্ঠ এবং ২০০১-এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক।

জানা গেছে, হাবিবের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি নেতা আলতাফ হত্যার দুটি মামলা ও মৎস্যজীবী দল নেতা আমান হত্যার একটি মামলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার তিনটি, চাঁদাবাজির দুটি, নাশকতার দুটি ও ঢাকায় একটি মামলা রয়েছে।

গত ৬ অক্টোবর হাবিব আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠান। এসব মামলায় তিনি পর্যায়ক্রমে জামিন লাভ করেছেন।