শঙ্কামুক্ত হতে চায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ

Looks like you've blocked notifications!
নির্বাচনকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবি : এনটিভি

নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও জোটের মিলিত উদ্যোগে উৎসবের আবহ তৈরী হলেও এদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী শঙ্কা ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘জাতীয় পর্যায়ে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সংখ্যালঘুদের জনজীবনে বিপর্যয় ডেকে এনেছে।’

এই উদ্বেগ থেকে মুক্ত করতে সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার এবং মসজিদ, মন্দির, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয় নির্বাচনী কাজে যাতে ব্যবহার না হয় সেজন্য নির্বাচন কমিশনকে আরো কঠোর নজরদারির অনুরোধ জানানো হয়।

এছাড়াও সংসদে জনসংখ্যার আনুপাতিক হারে সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।