‘প্রশ্নবিদ্ধ ভোট চায় না ইসি, নিরপেক্ষতার প্রশ্নে ছাড় নয়’

Looks like you've blocked notifications!
আজ শনিবার নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতে নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নয়।

আজ শনিবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে দেওয়া বক্তৃতায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসের চৌধুরী এসব কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়, সে ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। দেশের ভবিষ্যতের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য।’

নির্বাচন কমিশনার আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন করতে যা যা করা প্রয়োজন সেটা করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’