শিক্ষা প্রতিষ্ঠান খুললে সহযোগিতা করবে সিএমপি
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধে চট্টগ্রামের শিক্ষার্থীদের নিরাপত্তা দিবে মেট্রোপলিটন পুলিশ। যদি সরকার হরতাল ও অবরোধে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চায় তবে শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের নিরাপত্তা দিবে পুলিশ।
সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।
২০ দলীয় জোট হরতাল অবরোধের কর্মসূচী দিলেও চট্টগ্রামের অবস্থা স্বাভাবিক হয়ে গেছে বলে জানান পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। তিনি আশা প্রকাশ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত কার্যক্রমে অংশ নিবে।
তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলে পুলিশ , র্যাব , বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহযোগিতা করবে।
এদিকে নাশকতার সময় পুলিশকে সহযোগিতা করার নগরীর চার ব্যাক্তিকে পুরস্কৃত করেছে সিএমপি। এসময় মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, প্রকৌশলী বনজ কুমার, মাসুদ আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।